নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

1-scaled.jpg

খুলনায় প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ২দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর সি এন্ড বি কলোনী মাঠে ২ দিন ব্যাপী এ ক্রীড়ানুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। রবিবার সমাপনী দিনে মাঠের খেলাধুলা শেষে বিকালে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মো: এনায়েতুল বাবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মান্যবর মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষা অর্জনের সাথে ক্রীড়াঙ্গনেও দেশ তথা আন্তর্জাতিক পরিমন্ডলে সুখ্যাতি অর্জন করতে হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার শিক্ষার্থীরা যাতে সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে পারে সে ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আগামীতে বিশ্ববিদ্যালয়টি একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এটি আমার প্রত্যাশা ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, সায়েন্স টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: নওশের আলী মোড়ল, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো: রউফ বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মো: তবিবার রহমান, প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর মো: আসাদুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) এস এম রিয়াজুর রশীদ, প্রকল্প পরিচালক মো: রেজাউল আলম, পিএস টু ভিসি-জন সংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top