বিশ্বে নিরাপদ শহরের তালিকায় শীর্ষে সিঙ্গাপুর

image-830850-1722068051.jpg

ডেস্ক রিপোর্ট:  বিশ্বের ৬০ শহরের তালিকায় সবচেয়ে নিরাপদ শহর হিসেবে শীর্ষে অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। শীর্ষ তিনে জায়গা হয়নি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের কোনো শহরের।  অন্য শহরগুলো হলো— জাপানের টোকিও এবং কানাডার টরন্টো।

বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের গবেষণা প্রতিবেদন নিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সাতটি দিক প্রাধান্য দিয়ে বিশ্বের ৬০ শহরকে নিয়ে র্যাংকিং প্রকাশ করে ফোর্বস। সাতটি বিষয় হলো— অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা।

প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর শূন্য স্কোর নিয়ে প্রথম, জাপানের টোকিও ১০.৭২ স্কোর নিয়ে দ্বিতীয় এবং কানাডার টরন্টো ১৩.৬ স্কোর নিয়ে পর্যটকদের জন্য নিরাপদ শহরের ওপরের দিকে রয়েছে।

অন্যদিকে ১০০ স্কোর নিয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় সবার নিচ থেকে আগে রয়েছে ভেনিজুয়েলার কারাকাস শহর। পরে রয়েছে পাকিস্তানের করাচি (৯৩.১২ স্কোর) এবং মিয়ানমারের ইয়াঙ্গুন (৯১.৬৭ স্কোর)।

বিশ্বের শীর্ষ ১০ নিরাপদ শহর

১. সিঙ্গাপুর
২. টোকিও (জাপান)
৩. টরন্টো (কানাডা)
৪. সিডনি (অস্ট্রেলিয়া)
৫. জুরিখ (সুইজারল্যান্ড)
৬. কোপেনহেগেন (ডেনমার্ক)
৭. সিউল (দক্ষিণ কোরিয়া)
৮. ওসাকা (জাপান)
৯. মেলবোর্ন (অস্ট্রেলিয়া)
১০. আমস্টারডাম (নেদারল্যান্ডস)

Share this post

scroll to top