খুলনার দর্পণ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হবে। গতকাল বৃহস্পতিবার ঢাবির অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকাসহ দেশের মোট সাতটি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক অনুষদের মাধ্যমে এ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামীকাল ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, এবার কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটে মোট ১ লাখ ১২ হাজার ২৭৪ জন আবেদন করেছেন। তন্মধ্যে মানবিক বিভাগ থেকে ৫১ হাজার ৩৯১ জন আবেদন করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ হাজার ৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ৪৯ জন আবেদন করেছেন ।
উল্লেখ্য, আজ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এএসএ মাকসুদ কামাল কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্র পরিদর্শন করবেন।
ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ
