খুলনার দর্পণ ডেস্ক : সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে যাত্রা শুরু করল দ্বাদশ জাতীয় সংসদ। মঙ্গলবার বেলা ৩টায় ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন।
প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। একাদশ সংসদের মতো এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাদের শপথ শেষে বিকেল সাড়ে চারটায় নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রথমবার সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
গত দুই সংসদের মতো এবারও বিরোধী দল থাকছে জাতীয় পার্টি। এর পাশাপাশি আওয়ামী লীগ নেতা হলেও বিরোধী ভূমিকায় দেখা যাবে নির্বাচিত ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে। এদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের পদধারী নেতা।
সরকারি দল বলছে, জাতীয় পার্টির পাশাপাশি সংসদে বিরোধী ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে স্বতন্ত্র এমপিদের।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পায় ২২৩টি আসন। এছাড়া জাতীয় পার্টি পায় ১১টি, স্বতন্ত্ররা জয় পায় ৬২টি এবং অন্যান্য দল পায় ৩টি আসন।
প্রথম অধিবেশনের সভাপতিম-লীর সদস্য মনোনয়ন :
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য ৫ সদস্যদের সভাপতিম-লী নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার প্রথম অধিবেশন শুরুর পর নতুন স্পিকার হিসেবে দায়িত্বগ্রহণ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় তিনি এই অধিবেশনের সভাপতিম-লীর সদস্যদের নাম ঘোষণা করেন। তারা হলেন ক্যাপ্টেন- (অব) এবি তাজুল ইসলাম, মোহাম্মদ সাহাবুদ্দিন, আফম রুহুল হক, হাফিজ উদ্দিন আহমেদ, উম্মে কুলসুম স্মৃতি। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুসারে সভাপতিম-লীর সদস্যরা সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।
এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে এ শোক প্রস্তাব উত্থাপন করেন। কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহসহ দেশের এক সাবেক মন্ত্রী, এক সাবেক প্রতিমন্ত্রী ও একজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
অন্য যাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তারা হলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার ও নবম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য (নওগাঁ-৩ আসন) আকরাম হোসেন চৌধুরী।
এছাড়া সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) বেগম লাবণ্য আহমেদ, সিনিয়র সহকারী সচিব খন্দকার আবদুল মুত্তালিব, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও কেয়ারটেকার মুনির উদ্দিন আহম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এছাড়া সাবেক সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বীর মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আবদুল মালিক, জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও সংসদ সদস্য মোফাজ্জল হোসাইন চৌধুরীর পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপুর মৃত্যুতে মহান সংসদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
জাপান ও নেপালে ভয়াবহ ভূমিকম্প, চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে কয়লা খনিতে দুর্ঘটনা, রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্রিকা-, গাজীপুরের ভাওয়ালে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবি এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।
শোক প্রস্তাবে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান হয়। শোক প্রস্তাবে উল্লিখিত মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্বতন্ত্র সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
রাষ্ট্রপতির ভাষণের পর জাতীয় সংসদের বৈঠক আগামী ৪ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন।