খুলনার দর্পণ ডেস্ক : ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেশ কদিন ধরেই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল।
গত ১০ জানুয়ারি দেশটির সম্প্রচারমাধ্যমে প্রকাশিত এক ভাষণে নেতানিয়াহুকে ‘গাজা দখল’ করার গুঞ্জন খারিজ করতে দেখা গেছে।
আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, ফিলিস্তিনে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই ‘গাজা দখল করে নেবে ইসরায়েল’ এমন গুঞ্জন শুরু হয়। গত তিন মাস ধরে ইসরায়েলি আচরণও সেদিকে ইঙ্গিত করছিল। কিন্তু বুধবার নেতানিয়াহু বললেন, এমন কিছুই হবে না।
টেলিভিশনে দেয়া ভাষণে ইহুদি কর্তৃত্ববাদী দেশটির প্রধানমন্ত্রী বলেন, কিছু বিষয় স্পষ্ট করা প্রয়োজন। গাজা উপত্যকা দখলে নেয়া বা সেখানকার লোকজনকে উচ্ছেদ করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। ইসরায়েলি বাহিনী হামাসকে নির্মূলের লক্ষে গাজায় অভিযান চালাচ্ছে, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে না।
গাজায় ইসরায়েলি বাহিনীর আন্তর্জাতিক আইন মেনেই অভিযান চালাচ্ছে বলেও উল্লেখ করেন নেতানিয়াহু।