খুলনার দর্পণ ডেস্ক : গাজীপুর মহানগরের বোর্ড বাজারের উত্তর খাইলকুর এলাকার জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। গতকাল ৭ জানুয়ারি সকাল সোয়া ৭টায় রিকশাযোগে কেন্দ্রে যাওয়ার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কেন্দ্রের বাইরে তার মৃত্যু হয়।
মৃত মোঃ আব্দুল করিম (৬০) এর বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পুটান গ্রামে। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ হেলাল মিয়া জানান, সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন। রাত বারোটা পর্যন্ত তিনি কেন্দ্রে অবস্থান করছিলেন। বোর্ডবাজার এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন শেষে ভোটের দিন রবিবার সকাল সোয়া ৭টার দিকে বাইরে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে হৃদ্রোগে আক্রান্ত হন।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মোঃ শাহ আলম জানান, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর আব্দুল করিমকে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ রফিকুল ইসলাম জানান, আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।