৫৫ কেজি সোনা চুরি দুই রাজস্ব কর্মকর্তা ফের রিমান্ডে

Untitled-5-copy-1.jpg

খুলনার দর্পণ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের সরকারি গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা চুরির মামলায় কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও সাইদুল ইসলাম সাহেদকে ফের ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
গতকাল ১ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এ রিমান্ডের আদেশ দেন। এদিন কারাগারে থাকা ওই দুই আসামিকে ফের ৩ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। শুনানি শেষে আদালত আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চাঞ্চল্যকর এ চুরির ঘটনায় এই দুই রাজস্ব কর্মকর্তাসহ ৮ জনকে রিমান্ডে নেয়া হয়েছিল। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সোনা চুরির ঘটনায় কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top