খুলনার দর্পণ ডেস্ক : বছরের প্রথম দিনেই ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় চার ফুট উচ্চতার সুনামি আঘাত হেনেছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির সতর্কবার্তায় ইশিকাওয়া, নিগাটা, তোয়ামা এবং ইয়ামাগাটা প্রিফেকচারের উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইশিকাওয়াতে নোটো উপদ্বীপে ৫ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দেয়া হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইশিকাওয়া প্রদেশের আনামিজু শহর থেকে ৫২ কিলোমিটার দূরে এই ভূমিকম্পটি আঘাত হানে।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে’র প্রতিবেদনে বলা হয়েছে, ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে ৩ ফুট উঁচু জলচ্ছাস পরিলক্ষিত হয়েছে এছাড় এ অঞ্চলে আবারও ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এনএইচকে আরও জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় জাপানের ইশিকাওয়া প্রদেশে একাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। ওই এলাকাই কম্পনের কেন্দ্রে ছিল। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে শহরের বিদ্যুৎ সংযোগও ব্যাহত হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, কম্পনের সময়ে থরথর করে কাঁপছে ঘরবাড়ি, রেলস্টেশন।
শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় চার ফুট উচ্চতার সুনামি আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেল ৪টা ২১ মিনিটে ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের উপকূলে ৩ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন।
জাপানের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে দক্ষিণ কোরিয়া এবং রাশিয়াতেও পূর্ব উপকূলের কিছু কিছু জায়গায় সুনামি সতর্কতা জারি করে দিয়েছে সে দেশের প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ভøাদিভসতক এবং নাখোদকা শহরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার সাখালিন দ্বীপ থেকে ইতিমধ্যে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্র: জাপান টাইমস