ডেস্ক রিপোর্ট: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় চালানো হচ্ছে বর্বরতা। গত প্রায় এক বছরে ফিলিস্তিনে ১০ হাজারের বেশি বাড়ি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতের সংখ্যা ৪০ হাজারের বেশি। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
গাজা যুদ্ধের জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অপসারণের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলোর নেতাদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটদের চেয়ারম্যান ইয়ার গোলান।
গোলান সামাজিক যোগাযোগামাধ্যম এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলেছেন, ‘আজ, আমি বিরোধী দলে থাকা আমার সমস্ত বন্ধুদের কাছে একটি স্পষ্ট আহ্বান জানাতে এসেছি: আসুন একটি নতুন পথে যাত্রা করি। ইসরাইল একটি জরুরি অবস্থার মধ্যে রয়েছে। রাজনৈতিক, নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংবিধানিকভাবে ভেঙে পড়ছে। আমাদের চারপাশে সবকিছু ভেঙ্গে পড়ছে। আমাদের অবশ্যই সমন্বিত, নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকভাবে কাজ করতে হবে।’
গোলান বিরোধী দলের নেতাদের কাছে বার্তায় আরও বলেছেন, ‘আমরা একটি যুদ্ধের মধ্যে আছি। ৩২৮ দিন ধরে বন্দি অবস্থায় আছি, হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, অর্থনীতি ভেঙে পড়ছে। রিজার্ভ অফিসার ও সৈন্যরা টানেলের শেষে কোনো আলো না দেখেও দীর্ঘ সময় ধরে লড়াই করছে। সরকারের প্রতি জনগণের আস্থার সম্পূর্ণ অভাব দেখা দিয়েছে। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলি আমাদের সকলকে এই অবস্থানে আসতে বাধ্য করেছে।’
গোলানের বিবৃতি এবং বার্তার প্রতিক্রিয়ায়, ইসরাইলি বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এক্সে লিখেছেন, ‘দেশকে ধ্বংসকারী বিপর্যয়কর সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা পর্দার সামনে এবং পিছনে বিরোধী দলের সকল অংশের সাথে কাজ চালিয়ে যাব।’