তাইওয়ানের আকাশে ফের ‘চীনা বেলুন’

Untitled-18-copy-2.jpg

খুলনার দর্পণ ডেস্ক : তাইওয়ানের আকাশে আবারও দুটি চীনা বেলুন উড়তে দেখা গেছে। গত ১৭ ডিসেম্বর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি চীনা বেলুন তাইওয়ান প্রণালি অতিক্রম করে তাদের আকাশসীমায় ঢুকে পড়ে। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো স্বায়ত্তশাসিত এ অঞ্চলের আকাশসীমায় চীনা বেলুন ঢুকে পড়ার ঘটনা ঘটলো।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ও পরে বেলা পৌনে ৩টার দিকে দুটি বেলুন শনাক্ত করা হয়। উত্তর তাইওয়ানের বন্দর শহর কিলুং থেকে ২০৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে বেলুন দুটি শনাক্ত হয়।
তাইওয়ানিজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বলেন, এর আগে ৭ ডিসেম্বর আরেকটি বেলুন তাইওয়ান প্রণালির ওপর দিয়ে উড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে আমাদের ধারণা, এগুলো আবহাওয়া পর্যবেক্ষণকারী বেলুন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী বছরের ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে চীনের সামরিক ও রাজনৈতিক কর্মকা-ের ওপর চরম সতর্কতা অবলম্বন করছে তাইওয়ান। তাইপের সন্দেহ, চীন এ নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের বিরুদ্ধে বেলুনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, জাপান, ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইনে নজরদারি চালানোর অভিযোগ ওঠে। সে সময় বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনায় উঠে আসে বিষয়টি।
সে সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা একটি চীনা নজরদারি বেলুন গুলি করে ভূপাতিত করেছে। তবে চীন দাবি করেছিল, বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি দুর্ঘটনাবশত অন্যদিকে চলে গেছে। বেইজিং আরও বলেছিল, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে উড়ানো হয়েছিল। কিন্তু সেটি নির্দিষ্ট পথে না গিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছে। সূত্র: রয়টার্স

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top