প্রার্থিতা ফিরে পেতে ৪ দিনে ইসিতে ৪৩১ জনের আপিল, আজ শেষ দিন

Untitled-16-copy-1.jpg

খুলনার দর্পণ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থদিনে আরও ৯৩ জন আপিল আবেদন করেছেন। এ নিয়ে মোট আপিল আবেদন দাঁড়াল ৪৩১টি। গতকাল ৮ ডিসেম্বর নির্বাচন ভবনে আপিল আবেদন কার্যক্রম শেষে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫ এবং আজ চতুর্থ দিন ৯৩ জন আপিল আবেদন করেছেন। চার দিনে মোট ৪৩১ জন সংক্ষুব্ধ ব্যক্তি ইসিতে আবেদন করেছেন। এর মধ্যে নয়টি আবেদন পড়েছে প্রার্থিতা বাতিলের জন্য।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ।
আজ ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
এর আগে গত ৭ ডিসেম্বর ইসি কর্মকর্তারা জানান, ঢাকা অঞ্চলে ২৬ জন, চট্টগ্রাম অঞ্চলে ১১ জন, ফরিদপুরে ৪ জন, সিলেটে ৯ জন, ময়মনসিংহে ৮ জন, বরিশালে ৪ জন, খুলনায় ১৭ জন, রাজশাহীতে ১৭ জন, কুমিল্লায় ৩৩ জন ও রংপুর ২৪ জন আপিল করেছেন। গত বুধবার দ্বিতীয় দিনে ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬ জন, চট্টগ্রামের নয়জন, ফরিদপুরের ছয়জন, সিলেটের চারজন, ময়মনসিংহের ১৯ জন, বরিশালের ছয়জন, খুলনার ১৮ জন, রাজশাহীর ২৬ জন ও রংপুর অঞ্চলের ১৪ জন আপিল আবেদন করেছেন।
আর প্রথম দিনে মঙ্গলবার বুথে রংপুর অঞ্চল ২ জন, খুলনা অঞ্চল ৮ জন, বরিশাল অঞ্চল ২ জন, ময়মনসিংহ অঞ্চল ৯ জন, ঢাকা অঞ্চল ৬ জন, ফরিদপুর অঞ্চল ৫ জন, সিলেট অঞ্চল ১ জন, কুমিল্লা অঞ্চল ৩ জন এবং চট্টগ্রাম অঞ্চল ৬ জন আপিলপত্র জমা দিয়েছেন।
ইসি সূত্র জানায়, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ। বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিল করা মনোনয়নপত্রের ৭৩ দশমিক শূন্য ৮ শতাংশ।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top