মামলার জট আমাদের চিন্তিত করেছে: প্রধান বিচারপতি

tangail-2304261233.jpg

টাঙ্গাইল প্রতিনিধি ……

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আপনার জানেন মামলা জট আমাদেরকে চিন্তিত করেছে। বিচার প্রার্থীরা যদি দীর্ঘ দিন আদালতে ঘুরে বিচার না পান তাহলে এক সময় আদালতের প্রতি তারা কনফিডেন্স হারাতে পারেন।’

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘২০২২ সাল থেকে আমাদের বিচারকরা অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা শুনলে খুশি হবেন গত বছর ২০২২ সালে টাঙ্গাইলে ডিসপোজালের রেট ছিলো ১০২ ভাগ। অর্থাৎ যতগুলো কেস ফাইল হয়েছে ডিসপোস হয়েছে তার চেয়ে বেশি। এ ধারা যদি অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আমরা একটা সহনীয় পর্যায়ে পৌঁছাব।’

তিনি বলেন, ‘আইনজীবী, আইনজীবীর সহকারী, বিচারপ্রার্থীসহ সবাইকে বলবো আপনারা আদালতকে সহায়তা করেন। যাতে আমরা মামলা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। আমরা যাদের বিচার সেবা দিয়ে থাকি, দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি তারা আদালতে এসে কোথায় স্বস্তিতে বসবেন তা নিয়ে বিড়ম্বনায় থাকেন। আমি (প্রধান বিচারপতি) শপথ নেওয়ার দিন প্রধানমন্ত্রীকে বলি স্বস্তিতে আদালত অঙ্গনে এসে যাতে কিছু সময়ের জন্য নিজের জায়গায় বসতে পারেন বিচার প্রত্যাশীরা আপনি একটি ব্যবস্থা করে দেন। উনি আমাদের৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিভাগের রেজিষ্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমান, টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক মো. রাফিজুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top