নাশকতা করে নির্বাচন বন্ধ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Untitled-25-copy.jpg

খুলনার দর্পণ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচনের আমেজ ও উৎসব শুরু হয়ে গেছে। নাশকতা বা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না, সঠিক সময়েই অনুষ্ঠিত হবে।
গতকাল ৫ ডিসেম্বর বিকেলে সচিবালয়ে বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উদ্যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন যথাসময়ে হবে। ইতোমধ্যে নিবন্ধিত ২৯টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনের আমেজ, একটা উৎসব শুরু হয়ে গেছে। কাজেই এখানে কেউ নাশকতা করবে, এটা কেউ চায় না।
বিএনপির সমালোচনা করে আসাদুজ্জামান খান বলেন, যে দলটির নাশকতার কথা বলছেন, এটা তাদের প্র্যাকটিস, তারা সুনিশ্চিত নির্বাচনে পরাজয় জেনেই ভিন্ন পন্থায় নির্বাচনকে প্রতিহত করার জন্য অগণতান্ত্রিক উপায় শুরু করেছে।
তিনি বলেন, নির্বাচনের বাইরে আর কোনো কিছু নেই। যার মাধ্যমে তারা (বিএনপি) ক্ষমতা বদলাতে পারে। ক্ষমতায় আসতে হলে তাদের নির্বাচনে আসবে হবে। এটাই হলো সহজ পন্থা।
২০১৮ সালের অগ্নিসন্ত্রাসের সঙ্গে বর্তমান রাজনৈতিক চলমান অবরোধ প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি) ২০১৪-তে সেই নাশকতা, অগ্নিসন্ত্রাস টানা ৯০ দিন করেছে। আগুনে পুড়িয়ে মানুষ মেরেছে। এবারও তারা সেটাই শুরু করেছে। ২৮ অক্টোবর তাদের নিষ্ঠুরতা বর্বরতা আপনারা দেখেছেন, পুলিশকে হত্যা করেছে, আনসারকে হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসায় গিয়ে হামলা করেছে, হাসপাতালে হামলা করেছে, অ্যাম্বুলেন্স পুড়িয়েছে। আমরা রাজনীতিবিদরা মনে করেছিলাম, নেতারা দুঃখ প্রকাশ করবেন। তা না করে তারা (বিএনপি নেতারা) পরদিন আবার হরতাল ডাকলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top