দর্পণ রিপোর্ট:
প্রকৌশল জীবনের শেষ ক্লাসে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। এবারের তাদের আয়োজন এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল “বেঁচেও বাঁচেনি মরেও মরিনি, কোমা থেকে মুক্তি সীমাহীন শান্তি!” রবিবার সকালে শিক্ষার্থীরা সকলে দলবদ্ধ হয়ে রোগীদের মত পোশাক পরিধান করে, একসাথে মধ্যাহ্ন ভোজন ও গোটা ক্যাম্পাস জুড়ে আনন্দ মিছিল করে। বিকালে ফুটবল খেলার আয়োজন হয়ে থাকে আর এভাবেই শেষ হয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শেষ ক্লাস।