ভারতের ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

Untitled-13-copy.jpg

খুলনার দর্পণ ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে ৪৪টি বেসরকারি স্কুলে বোমা হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে। গতকাল ১ ডিসেম্বর সকালে ই-মেইলের মাধ্যমে এসব হুমকি দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ। ওসব ইমেইলে বলা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা হয়েছে।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, বোমা হামলা চালানোর খবরেই সেখানে ছুটে যায় পুলিশ। স্কুলে সন্দেহভাজন যেকোনো বস্তুতে তল্লাশি চালাচ্ছে তারা। একইসঙ্গে বোম্ব ডিসপোজাল ইউনিটও স্কুলগুলোতে পৌঁছেছে।
ভারতের কর্ণাটক প্রদেশের রাজধানী বেঙ্গালুরু। প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জি পারেমেশ্বর বলেন, ‘আমরা ই-মেইলগুলোর সোর্স খুঁজছি। বিষয়টিকে মারাত্মকভাবেই নেয়া হয়েছে। অগ্রাধিকারভাবে বিষয়টি দেখার জন্য পুলিশকে আমি নির্দেশ দিয়েছি।’
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দায়ন্ত বলেন, ‘প্রতারণা করে ই-মেইলগুলো পাঠানো হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে, আমরা কোনো গাফিলতি করছি না। দোষীদের চিহ্নিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে ওই পুলিশ কর্মকর্তা লেখেন, ‘বেঙ্গালুরু শহরের কিছু স্কুল আজ সকালে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পেয়েছে। নাশকতাবিরোধী ও বোমা শনাক্তকরণ স্কোয়াডগুলোকে বিষয়টি যাচাইবাছাই করতে ঘটনাস্থলগুলোতে পাঠানো হয়েছে। ই-মেইলগুলো প্রতারণা বলে মনে হচ্ছে। তারপরেও অপরাধীদের শনাক্তে সমস্ত প্রচেষ্টা করা হবে।’
এদিকে, বোমা হামলার হুমকিতে চিন্তিত হয়ে পড়েছে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকেরা। একটি স্কুল কর্তৃপক্ষ জরুরি এক পরামর্শ বার্তা জানিয়েছে, ‘আমরা আজ স্কুলে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। অজানা উৎস থেকে একটি হুমকি এসেছে। যেহেতু আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি, আমরা অবিলম্বে সাময়িক সময়ের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top