দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৪৩ বাংলাদেশি

Untitled-13-copy-9.jpg

খুলনার দর্পণ ডেস্ক : অবৈধ অভিবাসনের দায়ে আটক বাংলাদেশিদের মধ্যে ১৪৩ জনকে ফেরত পাঠিয়েছে ভূমধ্যসাগরের তীরবর্তী উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। দেশটির রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক আছেন আরও ৩২০ বাংলাদেশি। যাদের পর্যায়ক্রমে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার প্রথম দফায় ফেরত আসা বাংলাদেশিদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। আইওএমের ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ফিরেছেন তারা।
বিমানবন্দরে বাংলাদেশিদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
আইওএম জানায়, আগামী ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর আরও দুইটি ফ্লাইটে যথাক্রমে ত্রিপলী এবং বেনগাজির ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩২০ জন বাংলাদেশিকে ফেরত পাঠাবে লিবিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আইওএম’র সহযোগিতায় আটক থাকা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে জনশক্তি রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে লিবিয়ায় বৈধভাবে আসা কর্মীদের অধিকার সুরক্ষিত হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top