সেমিনারে অংশ নিতে ভারত গেলেন প্রধান বিচারপতি

Untitled-10-copy-11.jpg

খুলনার দর্পণ ডেস্ক : আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারত সফরে গেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত (ডি ওয়াই) চন্দ্রচূড়ের আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।
গতকাল দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বিজি-৩৯৭ এর একটি বিশেষ ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সফর শেষে আগামী ১ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রধান বিচারপতির স্ত্রীসহ ভারত সফরে আরও সঙ্গী হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোঃ মশিয়ার রহমান এবং প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মোঃ আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top