খুলনার দর্পণ ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সদস্যরা। বুধবার গভীর রাতে মাগুরা জেলার সদর থানার আলমখালী যাত্রী ছাউনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলের পাবনার সদর থানার রাঘবপুর এলাকার মনিরুল হায়দার মৃদুলের ছেলে ঈষাণ হায়দার এবং বরিশালের হিজলা থানার মানরাতুল কুশুরিয়া এলাকর আব্দুল কুদ্দুস বারীর ছেলে আব্দুল করিম।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ এর খুলনার সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পরিচালক লেঃ কর্নেল ফিরোজ কবির। পরিচালক বলেন, র্যাব-৬ এর সদর দপ্তরের গোয়েন্দা শাখা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাগুরা জেলার সদর থানার আলমখালী যাত্রী ছাউনি এলাকায় জঙ্গিসংগঠনের সদস্যরা একত্রে মিলিত হয়ে গোপন বৈঠক করছে। এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে মোঃ ঈষান হালদার ও মোঃ আব্দুল করিম নামের দুই জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে। অভিযানের সময় অজ্ঞাত আরও ৩/৪ জন পালিয়ে যায়। তিনি জানান, গ্রেপ্তাররা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের উভয়ের বিরুদ্ধে ইতোপূর্বে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। এসময় তাদের কাছে থেকে জিহাদী বইসহ বিভিন্ন উপকরণ পাওয়া যায়। তারা সমাজের অন্যান্য মানুষদের তাদের দলে আনার কাজ করতো।