ডেঙ্গুতে এবছরে প্রাণহানি ১৫শ ছুঁই ছুঁই

Untitled-5-copy-6.jpg

খুলনার দর্পণ ডেস্ক : দেশে চলতি নভেম্বর মাসেও ডেঙ্গুতে মৃত্যুর মিছিল। গত দু’ সপ্তাহে মারা গেছেন ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৬ জনে। একদিনে আরও ১ হাজার ৪৭০ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতোমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৯৫ হাজার ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১ লাখ ৪ হাজার ২২৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।
মৃত ১ হাজার ৪৯৬ জনের মধ্যে নারী ৮৫৩ জন এবং পুরুষ ৬৪৩ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৬২৪ জন এবং রাজধানীতে ৮৭২ জন। গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৭০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫১ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৪৭০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৫ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৫৫৫ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৩৫০ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৯৫ হাজার ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার ৯০৪ জন এবং নারী ১ লাখ ১৮ হাজার ১৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮৭ হাজার ৬৪১ জন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top