জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল শুনানি পেছালো

copy-copy-2.jpg

খুলনার দর্পণ ডেস্ক : জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৯ নভেন্বর ধার্য করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে জামায়াতের নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানিও একই দিনে হবে। এছাড়া, জামায়াত নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানিও ১৯ নভেম্বর।
গতকাল ১২ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ তারিখ ঠিক করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর ও অ্যাডভোকেট আহসানুল করিম।
এদিন শুনানি ৮ সপ্তাহ মুলতবির আবেদন করেন জামায়াতের আইনজীবী। ব্যক্তিগত কারণ দেখিয়ে আপিল বিভাগে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী এ সময় চান। তার পক্ষে অ্যাডভোকেট জিয়াউর রহমান আবেদন করন।
গত ২৬ জুন জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।
আপিল বিভাগের চেম্বার আদালতে মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে এ আবেদন করেন ব্যারিস্টার তানিয়া আমীর।
এছাড়া আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমাবেশ করে রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগ এনে পৃথক আরেকটি আবেদন করেন মাওলানা রেজাউল হক চাঁদপুরী। এটিও দাখিল করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top