নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “সিএসই ফেস্ট” অনুষ্ঠিত


দর্পণ রিপোর্ট :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী “সিএসই ফেস্ট- ২০২৩” অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত ) প্রফেসর ডঃ মোঃ নওশের আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এস এম কামাল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিএসই ফেস্ট মেধাবীদের চেনার একটা মাধ্যম। এধরণের চর্চা শিক্ষার্থীদের অভিনব উদ্ভাবনীমূলক চিন্তা ভাবনায় মগ্ন করতে সহায়তা করবে। এটা তাদের সুপ্ত বুদ্ধির বিকাশ ও সক্ষমতাকে প্রদর্শনের একটা অপার সুযোগ করে দেয়। তাদের বিজ্ঞান চর্চায় , আমাদের দেশ এগিয়ে যাবে , তথা সভ্যতার আরো বিকাশ ঘটবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সরকার, রেজিস্ট্রার প্রফেসর মো: তবিবার রহমান , অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এস এম রিয়াজুল রশিদ, প্রক্টর মো: ইনজামাম-উল-হোসাইন, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মেহেদী হাসান প্রমূখ।

পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ও সহকারি প্রক্টর মো: আসাদুজ্জামান

উল্লেখ্য, গত সোমবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৩ দিনব্যাপী উদ্বোধনের ঘোষণা করা হয়।
সরকারি ও বেসরকারি মোট ২৩ টি বিশ্ববিদ্যালয়ের
চার শতাধিক প্রতিযোগিদের অংশগ্রহনে আনন্দমুখর পরিবেশে এই ফেস্ট অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রথম দিনেই ইভেন্টে ছিল প্রোজেক্ট শোকেস, পোস্টার প্রেজেন্টেশন, ইনডোর গেমস ও গেমিং কনটেস্ট। দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল হ্যাকাথন ও প্রোগ্রামিং কনটেস্ট।

ইভেন্টের মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর কাজী মাসুদুল আলম , প্রফেসর ডক্টর অনুপম কুমার বৈরাগী এবং প্রভাষক সজীব চ্যাটার্জি। ফেস্টের টাইটেল স্পনসর ছিল Alterity, ব্রোঞ্জ স্পনসর Tolet এবং Work up job, টেকনিকাল স্পনসর Startech, নেটওয়ারকিং পার্টনার Ismart এবং ফটোগ্রাফি পার্টনার দীপাক্ষিক।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top