দর্পণ রিপোর্ট :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই মিলাদুন্নবী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০.০০ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল।
আলোচনায় অংশ নেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মরিয়ম আকতার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও প্রকল্প পরিচালক মোঃ রেজাউল আলম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনা অছিকুর রহমান দোলন। অনুষ্ঠান শেষে দু’আ পরিচালনা করেন মাওঃ আব্দুল মুমীন নোমানী।