‘চামড়ার দাম নিয়ে কারসাজি করলে রপ্তানির অনুমোদন’

tipu-vi-2306250830.jpg

বিশেষ প্রতিবেদক…..
ট্যানারি মালিক বা ব্যবসায়ীরা চামড়ার দাম নিয়ে কোনো ধরনের হেরফের বা কারসাজি করে তাহলে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে আসন্ন কোরবানির চামড়ার দাম নির্ধারণের বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলে।

রোববার (২৫ জুন) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত চামড়ার দাম নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ ট্যানারি মালিক, ট্যারিক কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয় কিন্তু বাজারে এরকম প্রতিফলন দেখা যায় না-এই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় কি করবে এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, এবারও চামড়া মনিটরিং হবে। তারপরও যদি ট্যানারি মালিকরা যদি কোনো কারসাজি করে তবে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে।

অযৌক্তিকভাবে লবণের দাম বাড়ানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, বাজার মনিটরিং জোরদার করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার গরম বেশি হওয়ায় চামড়ায় দ্রুত লবণ দেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top