কেসিসি নির্বাচন: বিএনপির ৮ নেতাকে শোকজ

BNP_Flag-2306021304.jpg

নিজস্ব প্রতিবেদক…….

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করার কারণে ৮ নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার (১ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজের কথা জানানো হয়েছে।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকজপ্রাপ্ত বিএনপি নেতারা হলেন, নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশফাকুর রহমান কাঁকন, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মাহবুব কায়সার, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শমসের আলী মিন্টু, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর আমানউল্লাহ আমান, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী ফজলুল কবির টিটো, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুশফিকুস সালেহীন এবং সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মহানগর বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক মাজেদা খাতুন।

শফিকুল আলম বলেন, গত ২৯ এপ্রিল খুলনা মহানগর বিএনপি’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে কেসিসি নির্বাচনী কার্যক্রমে দলের কোনো নেতাকর্মীদের সম্পৃক্ত না হতে বলা হয়েছিল। কিন্তু দলের সিদ্ধান্তকে অমান্য করে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে শোকজ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিগত ১৫ বছর ধরে সরকারের বিরুদ্ধে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। বিএনপি নেত্রী দীর্ঘ প্রায় ৫ বছর ধরে কারাভোগ করছেন। সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তি স্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্ত উপেক্ষা করেছেন। সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তার কারণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

শোকজপ্রাপ্ত খুলনা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মাহবুব কায়সার বলেন, আমি দেড় বছর আগে বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। বর্তমানে বিএনপির সঙ্গে আমার কোনো সম্পৃক্তা নেই। ফলে এই শোকজ আমার জন্য কোনোভাবেই প্রযোজ্য নয়।’ প্রায় একই ধরনের কথা বলেন, শোকজপ্রাপ্ত অন্য নেতারাও।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top