এক বছরে খেলাপি ঋণ বাড়ল ১৮১৮০ কোটি টাকা

1685284774.taka-2.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট……..
চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি ৮০ লাখ টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৮ দশমিক ৮০ শতাংশ। এ সময়ে ব্যাংকিং খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্য বলছে, এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৮ হাজার ১৮০ কোটি ৮০ লাখ টাকা। আগের বছর ২০২২ সালের মার্চ মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা।

তথ্য অনুযায়ী মার্চ প্রান্তিক শেষে সরাকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯৫৮ কোটি ৫৭ লাখ টাকা, যা সরকারি ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ১৯ দশমিক ৮৭ শতাংশ। মার্চ পর্যন্ত সরকারি ব্যাংকের বিতরণ করা মোট ঋণের পরিমাণ ২ লাখ ৯১ হাজার ৬৫৬ কোটি ৮০ লাখ টাকা।

মার্চ প্রান্তিকে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৬ শতাংশ। মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮৮৮ কোটি টাকা। এ সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে (ঋণ স্থিতি) ১১ লাখ ৫ হাজার ৬৮৯ কোটি ৪৫ লাখ টাকা।

মার্চ প্রান্তিকে দেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯০ শতাংশ। এ সব ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ হলো ৩ হাজার ৪১ কোটি ৮০ লাখ টাকা। বিদেশি ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২০ হাজার ২৭ কোটি ৪৮ লাখ টাকা।

দুই বিশেষায়িত কৃষি ব্যাংকের খেলাপি ঋণের হার ১২ দশমিক ৮০ শতাংশ। ব্যাংক দুটির মোট খেলাপি ঋণের পরিমাণ ৪ হাজার ৭৩১ কোটি ৭২ লাখ টাকা। মার্চ প্রান্তিকে ব্যাংক দুটির মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে (ঋণ স্থিতি) ৩৬ হাজার ৯৭৩ কোটি টাকা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top