কেসিসি নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর প্রার্থী ১৮১

1684239914.223.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট …..
আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার (১৬ মে)। জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত।

এ সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী আল-আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এস এম সাব্বির হোসেন।

এর আগে, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ,ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আবদুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যা নিয়ে মোট ৭ জন মেয়র প্রার্থী, ১৪৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এসব তথ্য জানান।

কেসিসি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ২৫ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোট গ্রহণ করা হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top