খুলনা সিটি নির্বাচন,মেয়রসহ ১০১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

1683036232.Photo-Remittance-in-Ramad.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট ……..
আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২ মে) বিকেল পর্যন্ত নির্বাচন কার্যালয় থেকে চার মেয়র প্রার্থীসহ ১০১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন (কেসিসি)।

আজ দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতারা। তারপক্ষে মনোনয়ন সংগ্রহ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
আর গত সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল আওয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা।

এর আগে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, মঙ্গলবার মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জনসহ ৫১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মহানগরীর ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top