ঈদ মেলায় বায়োস্কোপ ঘিরে কিশোর-তরুণদের উচ্ছ্বাস

1682339384.339505724_615425140483963_4.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট……..
খুলনার মুজগন্নীতে চলছে সাত দিনব্যাপী ঈদ মেলা। সোমবার (২৪ এপ্রিল) ঈদের তৃতীয় দিন ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে মেলা।

সেখানে বায়োস্কোপ দেখাচ্ছেন হুরমত নামে এক বৃদ্ধ। ওই বায়োস্কোপ ঘিরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জটলা। বই-পুস্তক বা টিভির পর্দায় দেখা বায়োস্কোপ সরাসরি উপভোগের সুযোগ পেয়ে কিশোর-তরুণদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
হুরমত বলেন, আমার বাড়ি ফরিদপুরের মোকসেদপুরে। মেলা উপলক্ষে এখানে আসা।

মেলায় ঘুরতে আসা সাদি নামে এক যুবক বলেন, শুনেছি এবার ১৯০তম মেলা হচ্ছে। প্রতিবছরই আসি। এ বছরও তাই আসলাম। মেলায় বায়োস্কোপ ঘিরে অন্যরকম উচ্ছ্বাস। এক সময় গ্রামের পথে পথে কাঁধে বাক্স নিয়ে ডুগডুগি বাজিয়ে বায়োস্কোপওয়ালা ঘুরতেন। গ্রামের শিশুরা ছুটতো তার পেছন পেছন। সেই বায়োস্কোপ মেলায় দেখতে পেয়ে সবাই দেখতে আসছে।

তবে ঈদ মেলায় এবার বেশি আকর্ষণ কসমেটিকস ও গৃহস্থালির দ্রব্যাদি। ওইসব পণ্য কিনতে প্রতিদিন ভিড় জমাচ্ছে নানা বয়সী নারী-পুরুষ। বেড়ানোর জন্য পরিবারের সবাইকে নিয়ে অনেকেই এসেছেন মেলায়। অনেকে শুধু ঘুরতে একাই মেলায় এসেছেন। তারা পছন্দের কসমেটিকস ও ঘর সাজাতে গৃহস্থালির জিনিসপত্র কিনছেন। আর নাগরদোলা ও চরকিসহ বিভিন্ন রাইডে বিনোদন নিচ্ছে শিশুরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top