কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা

287231_image_url_1234.jpg

স্টাফ করেসপন্ডেন্ট..
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০ টায় মহারাজপুর ইউনিয়নে পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিভূতিভূষণ রায়। আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ ইউনিয়ন এর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন এবং সিদ্ধান্ত গ্রহন করেন। তার মধ্যে আরআরএপি আপডেট করা, জলবায়ু পরিবর্তনে তাদের করনীয় বিষয় সমূহ, সাইক্লোন সেল্টারগুলোর সমস্যা সমূহ, বৃক্ষরোপন, বাঁধ মেরামত, স্লুইস গেট নির্মাণ নানা বিষয়ে আলোচনা করা হয়। সভা পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) মোসাঃ ফারহানা। বক্তব্য রাখেন আলহাজ¦ মাস্টার সদর উদ্দিন, সাংবাদিক তরিকুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিমাই চন্দ্র মন্ডল প্রমুখ। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top