জাতীয় জাদুঘরে বিনামূল্যে প্রবেশের সুবিধা, উপচেপড়া ভিড়

musium-2302211014.jpg

স্পেশাল করেসপন্ডেন্ট..
সরকারি ছুটির দিন ও বিশেষ অফার থাকায় জাদুঘরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় যাদুঘরে চলছে বিশেষ অফার। শিশু-কিশোর, শিক্ষার্থী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে ঢোকা যাচ্ছে জাদুঘরে। সরকারি ছুটির দিন ও বিশেষ অফার থাকায় জাদুঘরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

জাতীয় জাদুঘরের সামনে গিয়ে দেখা যায় সব বয়সী মানুষের ঢল। অনেক অভিভাবক সন্তানদের নিয়ে এসেছেন। কেউ টিকিটের অপেক্ষায় আছেন, কেউ ভিতরে ঢুকছেন।

ক্যান্টনমেন্ট থেকে ঘুরতে আসা আনোয়ার হোসেন বলেন, ছুটির দিন থাকায় বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। পরিকল্পনা ছিল, রমনা পার্ক ও বইমেলা ঘুরে বাসায় ফিরব। জাদুঘরে দেখি অনেক ভিড়। বিশেষ অফার চলছে। তাই জাদুঘর থেকেও ঘুরে এলাম।

জাদুঘরে দায়িত্ব পালনরত আনসার সদস্য ছিদ্দিক জানান, জাদুঘরে সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার দর্শনার্থীদের ভিড় থাকে ভালোই। আজ শহিদ দিবস উপলক্ষে শিশু-কিশোর, শিক্ষার্থী, সিনিয়র সিটিজেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রবেশে কোনো টাকা লাগছে না। এজন্য আজ সকাল থেকে ভিড় অনেক বেশি।

এদিকে, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানেও অনেক ভিড়। দেখা গেছে, অনেকে গাছের ছায়ায় বসে আছেন। প্রিয়জনদের সঙ্গে আড্ডা দিচ্ছে। তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সোনিয়া আক্তার নামের এক নারী বলেন, ঢাকা শহরে গাছের নিচে বসে আড্ডা দেওয়া যায় রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে। তাই, এখানে এসেছি। রাস্তাও ফাঁকা। ভালোই লাগছে। বাচ্চারা এখানে ছোটাছুটি করতে পারছে।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top