সিনিয়র করেসপন্ডেন্ট…
খুলনার ডুমুরিয়া বিয়াম ল্যাবরেটরি(ইংরেজি মাধ্যম) স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাধীনতা চত্বরে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শাহীন আফরোজ খসরু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ আবু সাঈদ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্যদেন শিক্ষানুরাগী মুফতি আবদুল কাউয়ুম জমাদ্দার,সৈয়দ আতিয়ার রহমান প্রমূখ। ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারি শিক্ষক সঞ্জিব রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক মোঃ ইয়াসিন আলী।অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্হিত ছিলেন।