খুলনায় নির্মণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

1675245529.dead_.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট …….
খুলনার সোনাডাঙ্গার মজিদ সরণিতে নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মহিত হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মহিত বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চরকাটি গ্রামের তোরাব আলীর ছেলে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে বলেন, মজিদ সরণিতে চিকিৎসক গাজী মিজানুর রহমানের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন শ্রমিক মহিত হোসেন। কাজের সময় অসাবধানতার কারণে তিনি পা পিছলে চারতলা থেকে নিচে পড়ে যান। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত শ্রমিকের সহকর্মীরা জানান, মহিতকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top