পাঁচ রুট দিয়ে যেতে পারবেন দুবলার চরের রাসমেলায়

rash-20221023153422.webp

নিজস্ব প্রতিবেদক…
সুন্দরবনের দুবলার চরে এবারও ‘রাস মেলা’ ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে। আগামী ৬-৮ নভেম্বর পর্যন্ত পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য পাঁচটি পথ নির্ধারণ করা হয়েছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল থাকবে।

অনুমোদিত পাঁচটি পথ হলো- বুড়িগোয়ালিনী-কোবাদক থেকে বাটুলানদী-বল নদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর, কয়রা-কাশিয়াবাদ-খাসিটানা-বজবজা হয়ে আড়ুয়া শিবসা, অতঃপর শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর, নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর ও ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর, বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর।
প্রবেশের সময় প্রতিটি এন্ট্রি পয়েন্টে লঞ্চ-ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি, লোকের সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায় পূর্বক পাশ প্রদান করা হবে। জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ তীর্থযাত্রীদের আবেদন করতে হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top