সিনিয়র করেসপন্ডেন্ট….
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ মোট ৬৬ নেতা-কর্মীকে পৃথক ৩টি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত খুলনা জেলা দায়রা জজ আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এতদিন তারা উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনে ছিলেন।
বিএনপির আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার ৩ মামলায় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৬৬ নেতাকর্মী আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন না-মঞ্জুর করে কারাগারে কারাগারে পাঠানোর আদশ দিয়েছেন।