মহাখালীতে র‌্যাব পরিচয়ে অপহরণের চেষ্টা, গ্রেফতার ৩

1674305229.42.jpg

স্টাফ করেসপন্ডেন্ট ….
রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ি গতিরোধ করে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনায় র‌্যাব সদস্য পরিচয় দেওয়া একজনসহ তিনজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাতে খবর পেয়ে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া জানান, র‌্যাব সদস্য পরিচয়ে মহাখালী ফ্লাইওভার থেকে দুই ব্যক্তিকে অপহরণ করার চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী শহিদুল ইসলাম নামে একজন। যিনি এ ঘটনার ভুক্তভোগী। গ্রেফতারদের মধ্যে মুমিনুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন গাড়িচালক ও অন্যজন মুমিনুলের আত্মীয়।

গ্রেফতারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ব্যক্তি প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। তারা মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছালে রাত ২টার দিকে পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে।

ওই প্রাইভেটকারে থাকা চার ব্যক্তি নিজেদের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্য পরিচয় দিয়ে দুই ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে হাতকড়া পড়ায়। এ সময় ভুক্তভোগীদের মারধর করা হয়। সন্দেহ হলে ভুক্তভোগীরা চিৎকার শুরু করে। চিৎকার শোনে পথচারীরা ঘটনাস্থলে এসে দুষ্কৃতিকারীদের থামান এবং পুলিশে ফোন দেন।

এরমধ্যে চক্রটির অন্য সদস্যরা পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে ওই দুষ্কৃতিকারীসহ তিনজনকে গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top