একনেকে ওঠেনি ইভিএম কেনার প্রকল্প

1673952778.EVM_.jpg

স্পেশাল করেসপন্ডেন্ট…..
আগামী জাতীয় নির্বাচনে ব্যবহারের জন্য দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ওঠেনি বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন।
এম এ মান্নান সাংবাদিকদের বলেন, প্রকল্পটি একনেক সভার আজকের কার্য তালিকায় ছিল না। প্রধানমন্ত্রীও এই বিষয়ে কোনো কিছু জানতে চাননি। আমরা নিজেরাও এ বিষয়ে কিছু বলিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএমে ভোট নিতে চায় নির্বাচন কমিশন। গত ১৯ অক্টোবর ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। প্রকল্পটির নাম ‘নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা’।

তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইভিএমে ভোট গ্রহণের বিষয়ের বিরোধিতা করে আসছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top