গোপন বিয়ে অস্বীকার করে রাখির মুখোমুখি আদিল

rakhi-risingbd-2301130846.jpg

বিনোদন ডেস্ক….

গোপনে ৬ বছরের ছোট প্রেমিককে বিয়ে করেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। তার বরের নাম আদিল ডুরানি। গত ১১ জানুয়ারি তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এদিন বিকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন তিনি। কিন্তু রাখির বর আদিল ডুরানি এ বিয়েকে অস্বীকার করেন।

ওই দিনই সোশ্যাল মিডিয়ায় বিয়ের সার্টিফিকেটের ছবি ছড়িয়ে পড়ে। তাতে জানা যায়, সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেছেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। ধারণা করা হচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করে আদিলকে বিয়ে করেছেন রাখি। তারপর বিয়ের সময়ে মালা বদলের একটি ভিডিও শেয়ার করেন রাখি। এসব বিষয় নিয়ে চর্চায় পরিণত হয়েছেন এই জুটি।

এ পরিস্থিতিতে টাইমস নাউয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয় রাখি সাওয়ান্ত ও আদিলের সঙ্গে। কনফারেন্সে মুখোমুখি হন তারা। এসময় সঞ্চালক আদিলকে বলেন, ‘আপনি বিয়ের কথা অস্বীকার করায় কান্নায় ভেঙে পড়েছেন রাখি।’ জবাবে আদিল বলেন, ‘তুমি কান্নাকাটি করছো কেন? বিয়ের কথা অস্বীকার করেছি মানেই তো তোমাকে ছেড়ে চলে যাইনি। আমরা একসঙ্গে আছি।’

আদিলের এসব কথার জবাবে রাখি বলেন, ‘আমার মায়ের ক্যানসার শরীরে ছড়িয়ে পড়েছে। আমি হাসপাতালে চক্কর খাচ্ছি। আর এই সময়ে আমাদের বিয়েটাকে তুমি অস্বীকার করছো! তাহলে আমি কাঁদব না, করব কি!’ দুজনের কথার মাঝে সঞ্চালক আদিলের কাছে বিয়ের বিষয়ে মন্তব্য জানতে চান। আদিল বলেন, ‘এ বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করব না। তিন চার দিন সময় নিয়ে এ বিষয়ে কথা বলব।’

পরে টাইমস নাউকে রাখি সাওয়ান্ত বলেন, ‘আদিল আমাকে খুব ভালোবাসে। আমাকে বিয়ের খবরটি গোপন রাখতে বলেছিল। আমি মারাঠি বিগ বসে যাওয়ার পর, অনেক কিছু ঘটেছে। আমার মনে হয় আদিল তার পরিবারের চাপে এসব কথা বলছে। আমার মা এখন হাসপাতালে ভর্তি। আদিল আমার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছে। আমি মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছি। শুধু আমার সঙ্গেই এত খারাপ হয় কেন?’

গত বছর আদিলের সঙ্গে পরিচয় হয় রাখির। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেছিলেন— ‘আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে আমার কাছে পাঠিয়েছে। রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। কিছুই ভালো লাগছিল না। এরপরই আদিল আমার জীবনে প্রবেশ করে। প্রথম দেখা হওয়ার এক মাসের মধ্যে আমাকে প্রেমের প্রস্তাব দেয় ও। আমি ওর থেকে ৬ বছরের বড়।’

আদিল এমন প্রস্তাব দেবে তার জন্য প্রস্তুত ছিলেন না রাখি। তা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে আদিল এভাবে প্রস্তাব দেবে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আদিল আমাকে ব্যাখ্যা করেছিলেন, মালাইকা আরোরা-অর্জুন কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের উদাহরণ দিয়ে। ও জানিয়েছে, ও আমাকে ভালোবাসে; আমিও ওর প্রেমে পড়ে গেলাম।’ তবে শুরু থেকেই রাখির সঙ্গে আদিলের সম্পর্ক মেনে নেয়নি আদিলের পরিবার। এ আলাপচারিতায় এ কথাও জানিয়েছিলেন রাখি।

২০১৯ সালে ব্যবসায়ী রীতেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান রাখি। যদিও অনেকেই ধারণা করেছিলেন, বিয়ের বিষয়টি বানিয়ে বলেছেন এই অভিনেত্রী। ভক্তদের অনুরোধে ২০২১ সালে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে সর্বপ্রথম স্বামীকে প্রকাশ্যে আনেন। পরবর্তীতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রাখি সাওয়ান্ত।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top