নিজস্ব প্রতিবেদক…
খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির
বিবিএ ১৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান
মঙ্গলবার সকাল ১১টায় ভবন-১ এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর ডিন ডঃ মোঃ রউফ বিশ্বাস, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ নাসিম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিবিএ ১৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান
