জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত দেশের একটি বাংলাদেশ: কেসিসি মেয়র

1670236147.KCC-Cop27.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট ……..
খুলনায় জলবায়ু সম্মেলন (কপ-২৭) পরবর্তী এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক। তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ প্রায় শীর্ষে অবস্থান করছে। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ বেশি হচ্ছে। নদী ভাঙন বাড়ছে। বেশি বেশি ঝড় ও বন্যা মতো দুর্যোগ হচ্ছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পানিতে লবণাক্ততার মাত্রা বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোসহ কলকারখানার কালো ধোয়া নির্গমন কমিয়ে আনতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ও ক্ষয়ক্ষতি নিরুপণের সার্বজনীন কাঠামো তৈরি ও তার যথাযথ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন এলাকার মোট ২২টি খাল সংস্কার করা হচ্ছে। ময়ুর নদ দৃশ্যমান করার জন্য আটশত কোটি টাকার কাজ চলমান রয়েছে। অন্যান্য স্লুইচগেটগুলো মেরামত করা হচ্ছে।

অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফীন বলেন, বাতাসে অতিমাত্রায় কার্বন নিঃসরণের ফলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বাড়ছে। কপ-২৭ সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ’ এর হোস্ট নির্ধারণ এবং উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের মতো অধিক বিপদাপন্ন উন্নয়নশীল দেশগুলোয় ‘লস অ্যান্ড ড্যামেজ’ এড্রেস করার জন্য নতুন একটি তহবিল গঠন করার সিদ্ধান্ত হয়েছে। এর সুফল ও কার্যকারিতা নির্ভর করবে এর যথার্থ বাস্তবায়নের ওপর। এর ফলে বিশ্বের শিল্পোন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আরও তৎপর হবে।

সংবাদ সম্মেলনে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, কেসিসির প্যানেল মেয়র মো. আলী আকবর টিপু, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মোস্তফা সারোয়ার, পানি অধিকার কমিটির সভাপতি রেহানা আক্তার, কো-চেয়ারম্যান জয়ন্ত রানী সরদারসহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মিশরের শার্ম আল শেখে ২৭তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ১৯৮টি দেশ অংশ নেয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top