পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারসহ ৫ জনকে গ্রেফতারের নির্দেশ

kh-20221107210832.webp

নিজস্ব প্রতিবেদক…….

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আপগ্রেডেশন প্রকল্পের প্রায় ৭৭ লাখ টাকা আত্মসাতের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানসহ পাঁচজনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) খুলনা মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ নির্দেশ দেন। আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর খন্দকার মজিবর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মেসার্স আব্দুল হান্নান চৌধুরী সিভিল অ্যান্ড ইলেট্রিকের স্বত্বাধিকারী মিসেস খাদিজা খানম, প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুল কাইয়ুম, জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন, সহকারী ম্যানেজার আবু তাহের এবং জাহান বক্স। এদের মধ্যে জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন ও সহকারী ম্যানেজার আবু তাহের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠান।

পল্লী বিদ্যুৎ সমিতি খুলনা সহকারী জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান ২০১৮ সালে ২৫ জানুয়ারি লবনচরা থানায় আত্মসাৎ মামলাটি করেন।

খোঁজ নিয়ে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ সম্প্রসারণ আপগ্রেডশনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি চুক্তি হয়। শর্ত অনুযায়ী বিদ্যুৎ বিভাগ থেকে তারা ৭৭ লাখ ১ হাজার ৭৪৬ টাকার মালামাল বুঝে নেয় তারা। কিন্তু কাজ শেষ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই মালামাল আত্মসাৎ করে।

এ ঘটনায় মামলার পর খুলনা দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ তদন্ত করে চলতি বছরের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top