খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

1666775913.Khulna-BG1.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট ….
খুলনায় পারিবারিক বিরোধের জের ধরে মো. আসাবুর শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পারিবারিক পূর্ববিরোধের জের ধরে নূর ইসলামের নাতনি সোহাগিকে (৬) মারধরের ঘটনায় ইখতিয়ার শেখের ছেলে মো. আসাবুর শেখকে (৪০) দেশীয় ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার নিকটাত্মীয়রা। পরে আশ-পাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহাজালাল শেখ ও কালাম শেখ নামে দুজন আহত হয়েছেন। আহতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিপন কুমার সরকার বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জের ধরে নিকটাত্বীয়দের মধ্য মারধরের ঘটনা ঘটে। এতে আসাবুর শেখ গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দিঘলিয়ার হাজীগ্রামের মো. টুটুল শেখ, জুয়েল শেখ, নূর ইসলামসহ চারজনকে জিজ্ঞাসাবাদের থানায় নিয়ে আসা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top