ব্রুনাইয়ের অর্থনীতির মূল উৎস কী?

bru-20221016204056.webp

আন্তর্জাতিক ডেস্ক…..
সিঙ্গাপুরের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ব্রুনাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে এটি অন্যতম। দেশটির জিডিপির প্রায় ৯০ শতাংশ আসে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদন থেকে। ব্রুনাইতে প্রতিদিন প্রায় এক লাখ ৬৭ হাজার ব্যারেল তেল উৎপাদিত হয়। ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম তেল উৎপাদনকারী দেশ।
তাছাড়া প্রতিদিন প্রায় ২৫ দশমিক ৩ মিলিয়ন ঘনমিটার তরল প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে দেশটি। ব্রুনাই বিশ্বের নবম বৃহত্তম গ্যাস রপ্তানিকারক দেশ।
ফোর্বস পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের ভিত্তিতে ব্রুনাইকে ১৮২ টির মধ্যে পঞ্চম ধনী দেশ হিসেবে স্থান দিয়েছে।
দেশটির বিদেশি বিনিয়োগ থেকে আয় অভ্যন্তরীণ উৎপাদন আয়ের পরিপূরক। এই বিনিয়োগের বেশিরভাগই ব্রুনাই ইনভেস্টমেন্ট এজেন্সি ও অর্থ মন্ত্রণালয়ের একটি শাখা দ্বারা করা হয়। দেশটির সরকার নাগরিকদের সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করে, চাল ও বাসস্থানে ভর্তুকি দেয়।
রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্স দেশটিকে ইউরোপ ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। এয়ারলাইনটির সাংহাই, ব্যাংকক, সিঙ্গাপুর ও ম্যানিলাসহ প্রধান এশিয়ান গন্তব্যেও পরিষেবা রয়েছে।
ব্রুনাই অন্যান্য দেশ থেকে কৃষি পণ্য (যেমন চাল, খাদ্য পণ্য, পশুসম্পদ ইত্যাদি), যানবাহন এবং বৈদ্যুতিক পণ্যের ক্ষেত্রে আমদানির ওপর অনেক বেশি নির্ভর করে। ব্রুনাই তার খাদ্যের ৬০ শতাংশ আমদানি করে। যার প্রায় ৭৫ শাতংশ আসে অন্যান্য আসিয়ান দেশ থেকে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top