সাকিব শুভেচ্ছাদূত থাকবেন কি না এখনই সিদ্ধান্ত নয়: দুদক সচিব

926ff792a66cc1bbb0276808bd92d1a0b8c356c3806f9d79.jpg

নিজস্ব প্রতিবেদক……

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে ২০১৮ সাল থেকে কাজ করছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এমন অবস্থায় সাকিব দুদকের শুভেচ্ছাদূত থাকবেন কি না- এমন প্রশ্নে অপেক্ষা করতে বললেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব এমন মন্তব্য করেন।
দুদক সচিব জানান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে দুদকের যে চুক্তি হয়েছিল তা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। এছাড়া আমাদের হটলাইন-১০৬ উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করা হয়। এরপর দীর্ঘদিন সাকিবের সঙ্গে কোনো কাজ করা হয়নি। তবে আপনারা যেটা বললেন সে বিষয়টি প্রয়োজনে কমিশন দেখবে, সেজন্য অপেক্ষা করতে হবে।
এশিয়া কাপের আগে জুয়াড়ি প্রতিষ্ঠানের খেলাধুলা বিষয়ক ওয়েবসাইটের সঙ্গে সাকিব চুক্তিবদ্ধ হলে সমালোচনা শুরু হয়। পরে অবশ্য সেই চুক্তি প্রত্যাহার করেন সাকিব। এর রেশ কাটতে না কাটতেই শেয়ারবাজার কারসাজির অভিযোগ উঠেছে সাকিবের প্রতিষ্ঠানের নামে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top