এই বিশ্বকাপ নয়, পাপনের লক্ষ্য পরের বিশ্বকাপ

papon-20220913195717.jpg

ক্রীড়া প্রতিবেদক….

এশিয়া কাপের আগে বলেছিলেন, এশিয়া কাপ নয়, আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখন সেই লক্ষ্য থেকেও সরে এসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এবারে তিনি জানালেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো খেলা টাইগারদের লক্ষ্য নয়, লক্ষ্য তার পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করা। সেই টার্গেট সামনে রেখেই এগোচ্ছেন তারা।
আজ (মঙ্গলবার) মিরপুরের হোম অব ক্রিকেটে গণমাধ্যমের সঙ্গে আলাপে পাপন বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে টার্গেট করে কিছু করতে হবে।’
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ একদমই ভালো দল নয়। বিশ্বকাপের আগে তাই বেশ কয়েকটি বড় পরিবর্তন এনেছে বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। রাসেল ডোমিঙ্গোকে ছেঁটে ফেলে টেকনিক্যাল কনসালটেন্ট (যার মূল দায়িত্ব আসলে হেড কোচেরই) হিসেবে যুক্ত করা হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে।
তবে যত কিছুই করা হোক, রাতারাতি পরিবর্তন আশা করা ঠিক হবে না-মনে করেন বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে, আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাটে সব ঠিক করে দেবে। এতো দিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে। নেক্সট টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা।’
আর পরবর্তী বিশ্বকাপে দল সাজাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতেই হবে। তাতে দলের পারফরম্যান্স ব্যাঘাত ঘটতে পারে। এসব ব্যাপার মানিয়ে নিতে বললেন পাপন, ‘এটার জন্য কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে। এজন্য আমাদেরকে মানিয়ে নিতে হবে। ওইটা যদি খারাপও হয়, আমরা হতাশ হবো না। আমরা চাই ভালো হোক। ইভেনচুয়েলি ছয় মাস বা সাত মাস কিংবা এক বছর পর যদি স্ট্রং কোনো দল দাঁড় করানো যায়, তাহলে তো ভালো। মাথায় থাকতে হবে সবকিছুই। আমরা সামনের (পরের) বিশ্বকাপের জন্য সব করছি।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top