রূপসা সেতুতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

1661715635.1631972346.1608278055.43995_170.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট..
খুলনার রূপসা (খানজাহান আলী) সেতুতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৮আগস্ট) দিনগত রাত ১১ টার দিকে সেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম খুলনা মহানগরীর টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার জাহিদুর রহমানের ছেলে। একই ঘটনায় তার ছোট ভাই আব্দুল জলিল আহত হয়েছেন।
পুলিশ ও সেতুর টোলপ্লাজায় কর্মরতরা জানান, আব্দুল আলীম ও তার ছোটভাই আব্দুল জালিল মোটরসাইকেল যোগে রূপসা হতে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১ টার দিকে তাদের মোটরসাইকেল রূপসা সেতুর মাঝস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক আব্দুল আলীম গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ছোটভাই আব্দুল জলিল আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লাবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক বলেন, দুর্ঘটনার পর সৌদিয়া পরিবহনের একটি বাস আটক করা গেলেও চালককে পুলিশ আটক করতে পারেনি। আব্দুল আলীমের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top