ইউরোপীয় ইউনিয়নের মেলবু প্রকল্পে জার্মানিতে খুবির ৩ শিক্ষার্থী

kuss-20220823202717.webp

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক…….
ইউরোপীয় ইউনিয়নের মেলবু (মোর ইন্ট্রেপ্রেয়নিয়াল লাইফ অ্যাট বাংলাদেশি ইউনিভার্সিটিস) শীর্ষক প্রকল্পের আওতায় ইরাসমাস প্রোগ্রামের অর্থায়নে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহব্যাপী সামার স্কুলে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থী।
খুবি শিক্ষার্থীদের মধ্য থেকে ‘বিজনেস আইডিয়া’ সম্পর্কিত প্রতিযোগিতার পর গত ২৫ এপ্রিল শিক্ষার্থীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে এই শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করে জার্মানিতে গেছেন এই তিন শিক্ষার্থী।
মেলবু প্রকল্পের আওতায় জার্মানিতে যাওয়া খুবির তিন শিক্ষার্থী হলেন- ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গাজী মো. আশরাফ উদ্দিন, একই ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. হিশাম আহমেদ ও ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. রাশেদ জাওয়াদ খান।
খুবি শিক্ষার্থীরা জানান, সেখানে (জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৮ জন এবং ইউরোপ থেকে মোট ছয়জন মিলে ২৪ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন এ প্রকল্পে। এতে প্রতিদিন বিভিন্ন স্কলারদের কয়েকটি সেশনে অংশগ্রহণ করছেন তারা।
জার্মানি যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে মো. হিশাম আহমেদ জাগো নিউজকে বলেন, এতজন ট্যালেন্টেড প্রতিযোগীর মধ্যে জায়গা করে নেওয়া সত্যিই অনেক আনন্দের। তাছাড়া ইউরোপের মতো জায়গায় খুলনা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে পেরে খুবই গর্বিত ও সম্মানিত বোধ করছি। মোট ১৮ জনের ১৮টি আইডিয়ার মধ্যে খুবির তিনজনের দুটি আইডিয়া এখনো টপ সিক্সে রয়েছে।
তিনি আরও বলেন, প্রথম থেকেই আমাদের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পুরোপুরি সহযোগিতা পেয়েছি আমরা। তাদের প্রতি কৃতজ্ঞ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top