খুলনা বিশ্ববিদ্যালয়ে ল্যাব উদ্বোধন

1661258985.KU_.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট ……
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের দ্বিতীয় তলায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাইক্রোটিচিং অ্যান্ড সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ল্যাবটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
ফিতা কেটে উদ্বোধনের আগে তিনি ল্যাবের নামফলক উন্মোচন করেন।
উপাচার্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম বলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নানাবিধ কৌশল ও উদ্ভাবনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান লাভের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে শিক্ষাদান করলে শিক্ষার্থীরা ভালোভাবে তা নিতে পারে, ধারণ করতে পারে এবং কাজে লাগাতে পারে তা গুরুত্বপূর্ণ। শিক্ষা ও গবেষণায় নতুন নতুন কৌশলের সন্ধান দেওয়া, উপায় খুঁজে বের করা, সৃজনশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আইইআর শিক্ষা ও গবেষণা করে থাকে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইইআরকে দেশ-বিদেশের মধ্যে অবস্থান তৈরি করার জন্য শিক্ষকদের প্রতি নিরলস প্রচেষ্টার আহ্বান জানান। এসময় ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ কে ফজলুল হক, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমনসহ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top