রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খুবি অধ্যাপক ড. ফিরোজ

kh-20220816191353.webp

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক…
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের (খুবি) অধ্যাপক ড. ফিরোজ আহমদ।

মঙ্গলবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. ফিরোজ আহমদকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধাও ভোগ করবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. ফিরোজ আহমদ জাগো নিউজকে বলেন, ‘এটি রাষ্ট্রপতি প্রদত্ত একটা দায়িত্ব। আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যথাযথভাবে দায়িত্ব পালন করার।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top