খুলনায় ট্যাংকলরি মালিক-শ্রমিকদের ধর্মঘট, ১৫ জেলায় তেল পরিবহন বন্ধ

khulna-20220807104433.webp

নিজস্ব প্রতিবেদক……

ধর্মঘট পালন করছেন ট্যাংকলরি মালিক-শ্রমিকরা
অডিও শুনুন

কমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে ট্যাংকলরি মালিক-শ্রমিকরা। রোববার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরিতে তেল পরিবহন বন্ধ রয়েছে।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম জাগো নিউজকে বলেন, ভাড়া ও কমিশন বাড়ানোর দাবিতে মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। তাদের সঙ্গে একমত হয়ে আমরাও ধর্মঘট পালন করছি। আজ সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ রয়েছে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top