রিংবাঁধে বন্ধ হলো লোকালয়ে জোয়ার-ভাটা

badh-20220720122156.webp

জেলা প্রতিনিধি…….

সাতক্ষীরার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি এলাকায় খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশের পাশে রিংবাঁধ দিয়ে পানি বন্ধ করা হয়েছে। এতে বন্ধ হয়েছে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ।
ভাঙনের পঞ্চম দিন মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টায় (রাতের ভাটিতে) প্রায় দুই হাজার মানুষের অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয় রিংবাঁধ। সোমবার সকাল থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছাড়াও ইউনিয়ন পরিষদ ও স্থানীয় হাজার হাজার মানুষের অংশগ্রহণে বাঁশ দিয়ে পাইলিং করে ও বালুর বস্তা ফেলে এই রিংবাঁধের কাজ শুরু করা হয়।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের জোয়ার আসার আগেই রিং বাঁধের কাজ শেষ হয়েছে। রাতে লোকালয়ে আর পানি প্রবেশ করেনি। আজ থেকে মূল বাঁধ সংস্কার কাজ শুরু করা হবে।
শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন জাগো নিউজকে জানান, আল্লাহর অশেষ রহমতে রাত ১০টা ৩০ মিনিটে রিংবাঁধ নির্মাণ শেষ হয়। বুধবার সকাল পর্যন্ত বাঁধের সব অংশ টিকে আছে। এলাকায় আর পানি প্রবেশ করছে না।
গত ১৫ জুলাই শুক্রবার ভোর রাতে দূর্গাবাটি এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে উপকূল রক্ষা বেঁড়িবাধটি ভেঙে যায়। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের অন্তত ১২টি গ্রাম লবণ পানিতে প্লাবিত হয়। ভেসে যায় কয়েক হাজার বিঘা মাছের ঘের, কাঁকড়ার খামার ও ফসলি জমি। পানিবন্দী হয়ে হয়ে পড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবার।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top